বুধবার ১৩ অক্টোবর বিকেল ৫টায় দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুল মাঠে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আফাজ উদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ এমপি।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সরদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও কুষ্টিয়া-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরীফ উদ্দীন রিমন।
বিকেল ৩টায় শোকসভার আয়োজন করা হলেও নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে হাজির হতে থাকে। ফলে সভার মাঠ ছাড়াও আশেপাশের এলাকা ও বাজাগুলোতে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। ¯^রণ সভায় আফাজ উদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি আস্তাকুড়ে আছে এবং আজীবন আস্তাকুড়ে থাকবে, যতদিন পর্যন্ত তারা তাদের পাপের জন্য জাতির কাছে ক্ষমা না চাইবে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, কথায় কথায় মানবাধিকারের ছবক দেন, আমার জিঞ্জাসা করতে ইচ্ছে হয় কোথায় ছিল আপনার গণতন্ত্র। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। আপনার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আপনার নেতা তারেক রহমান হাওয়া ভবনে বসে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। হাজার হাজর নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। এই কুষ্টিয়ায় কত মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে আমার নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মীদের হাত কেটে দিয়েছিলেন, পা কেটে দিয়েছিলেন, মা বোনদের ওপর পাশবিক নির্যতন চালিয়েছিলেন তা জাতি আজও ভুলে নাই। তাই আপনাদের মুখে গণতন্ত্রের ছবক মানায় না।
হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের অর্থায়নে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। ৩ হাজার থেকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু বিএনপি’র খালেদা-তারেকের চোখে উন্নয়ন পড়েনা। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়া ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছিল সেই বিএনপি আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।