• আপডেট টাইম : 12/10/2021 01:00 PM
  • 533 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় মহাসপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শুরুতেই বিশেষ রীতি মেনে স্নান করানো হয় মা দুর্গাকে। এসময় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপাচারে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর এবারের পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের আনুষ্ঠানিকতা শুরু করবেন ভক্তরা।
কুষ্টিয়ায় এ বছর ২৫১টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। গতকাল সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার পূজা মন্ডপগুলো। করোনা স্বাস্থ্য বিধি মেনে পালন করা হচ্ছে দূর্গোৎসব।
এদিকে কুষ্টিয়ার প্রতিটি পূজা মন্ডপকে সাজানো হয়েছে। আর এসকল মন্ডপে শোভা পাচ্ছে দেবী দূর্গাসহ অন্যান্য প্রতিমা। দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বাড়িতি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...