• আপডেট টাইম : 04/10/2021 03:49 PM
  • 712 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ আল নোমান সাচ্চু (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩ জন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত কলেজ ছাত্র সাচ্চু দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে এবং গোয়ালগ্রাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের স্ব জন ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল নোমান সাচ্চু তার দুই বন্ধু নাসিম ও সাজু কে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে যোগে ভবানীপুর থেকে গোয়াগ্রাম নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান সাচ্চু ও তার দুই বন্ধু নাসিম (১৬), সাজু (১৮) এবং ভ্যান চালক ইমারুল (৩০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় আব্দুল্লাহ আল নোমান সাচ্চুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোয়ালগ্রামের মহসিন আলীর ছেলে নাসিম, তৌহিদুল ইসলামের ছেলে সাজু ও একই এলাকার ভ্যানচালক ইমারুল আহত অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস জানান, সড়ক দূর্ঘটনায় গোয়ালগ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে সাচ্চু নিহত হয়েছে এবং ভ্যানচালকসহ ৩জন আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নিহত সাচ্চুর দাফন সম্পন্ন হয়েছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হওয়ার কারনে খবরটি আমাদের জানা নেই। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে কোন তথ্য জানতে চাইলে তখন ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...