• আপডেট টাইম : 03/10/2021 04:55 PM
  • 900 বার পঠিত
  • সফিউল আলম, গাজীপুর মহানগর
  • sramikawaz.com

 গাজীপুরের শ্রীপুরের আবু রাসেল নামে এক শ্রমিককে পাওনা পেতে সহায়তার কারণে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমকে এলাকা ছাড়ার করার হুমকি দিয়েছে স্থানীয় তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন ওই কারখানার ছাট কাপড় ব্যবসায়ী।

জাহাঙ্গীর আলম জানান, আনোয়ারা নীট কম্পোজিট লি. এর শ্রমিক আবু রাসেল নামের এক শ্রমিক পাওনা পেতে ১৯ সেপ্টেম্বর কারখানায় চিঠি দেয়। আইনি এই অভিযোগ দিতে সহায়তা করে জাহাঙ্গীর আলম। কারখানা মালিক বরাবর রেজিস্ট্রি ডাকের মাধ্যেম পাঠানো ওই চিঠিতে বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং চাকরিতে পূর্নবহাল জন্য আবেদন করা হয়। কেন চিঠি পাঠিয়েছি এই কারণে মালিকের পক্ষ  তোফাজ্জল হোসেন তাকে এলাকা ছাড়া ও দেখে নেয়ার হুমকি প্রদান করে। এমন কি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের শ্রীপুর শাখার অফিস যে মার্কেটে ওই মার্কেট মালিককে তোফাজ্জল হোসেন লোক পাঠিয়ে সংগঠনের অফিস উঠিয়ে দিতে চাপ সৃষ্টি করে।


এ বিষয় শ্রীপুর থানা (২/১০/২১) অভিযোগ দায়ের করেন জাহাঙ্গীর আল ম।

শ্রমিক আওয়াজ এর পক্ষ থেকে বক্তব্য জানতে চাইলে তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে তিনি এও বলেন, আমি নির্বাচনি কাজ নিয়ে ব্যস্ত আছি, ব্যস্ততা শেষে এ বিষয়ে কথা বলবো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...