কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস মিলনয়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি, ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম ফজলুল হক কবিরাজ, রিফাইতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, হোগলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী, মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসু, আওয়ামী লীগের নেতা সাবেক মেম্বর আক্তার হোসেন, মির্জা আলম রিগান, জাহেরুল ইসলাম ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ প্রমুখ।
এসময় দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে যুবলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করার আহŸান জানান।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে দৌলতপুরের নানা প্রান্ত থেকে নেতা-কর্মী আল্লারদর্গায় উপস্থিত হয়।