• আপডেট টাইম : 22/09/2021 05:13 PM
  • 649 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

আগস্ট মাসের বেতন না দেওয়ায় বিক্ষোভ করেছে মিরপুরের-১৩ এর ওপেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা। এ বিক্ষোভ ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের কমপক্ষে ১০টি কারখানা। ২২ সেপ্টেম্বর বুধবার সকালের এ ঘটনা ঘটেছে।


বিক্ষোভরত শ্রমিকরা জানান প্রতিমাসেই বিক্ষোভ করে বেতন নিতে হয় ওপেক্স তৈরি পোশাক কারখানার শ্রমিকদের। গত আগস্ট মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এ মাসের ১০ তারিখ থেকে দুইদিন পর পরই সময় চাওয়া হচ্ছিলো। গতকাল বেতন না দেওয়া হলে আজ সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওপেক্স কারখানার শ্রমিকদের একটি অংশ পাশেরই অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে এমবিএম, সারস, ভিশন, এসআরটি, লোফস্টার, জুকি, রয়েল ও আইডিএস সহ ১0টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে যে সব কারখানায় দুই শিপ্ট চলে সে সব কারখানা বিকেলে দ্বিতীয় শিপ্টে চলবে। অন্য কারখানাগুলো ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আবার খুলবে।


ওপেক্স কারখানার শ্রমিকদের বৃহস্পতিবার দুপুরের পর বেতন দেবে বলে জানিয়েছে কারখানা প্রশাসনের একটি সূত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...