• আপডেট টাইম : 19/09/2021 01:16 PM
  • 509 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, আশুলিয়া
  • sramikawaz.com

 

সাভারের আশুলিয়া থেকে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ দিনেরও বেশি সময় ধরে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ১৮সেপ্টেম্বর শনিবার আশুলিয়ার জামগড়া বেরণ এলাকার সংকর সরকারের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম মোছা. নূর লায়লা খাতুন (২৯) ওরফে শিভা আক্তার। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মো. ছাইদুলের মেয়ে। তিনি স্থানীয় ডেকো গ্রæপের পোশাক কারখানায় সুইং সেকশনে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই দিন আগে তাঁকে দেখেছিলেন প্রতিবেশীরা। সে একাই থাকতেন সেখানে। এরপর থেকে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আজকে মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ পুলিশকে খবর দেয়।
আশুলিয়া থানার এসআই আমিরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে মরদেহ দেখে আত্মহত্যাই মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্ত না করে নিশ্চিত বলা যাচ্ছে না। আমরা ঘর ভেঙে ভেতরে ঢুকে দরজা খুলে তাঁর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...