• আপডেট টাইম : 14/09/2021 11:02 PM
  • 449 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে সোনাইকুন্ডি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। জীর্ণ ও ভগ্নদশা ঘরে অতিকষ্টে বসবাস করছে ৩০টি অসহায় দরিদ্র ও ছিন্নমুল পরিবার। জরাজীর্ণ এসব ঘর সংস্কারের দাাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন বসবাসরত আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষগুলি।
জানাগেছে, উপজেলার হগোলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মৌজায় ৩ একর ৫১ শতক সরকারী জমিতে ১৯৯১ সালে ৩টি লম্বা ১০ কক্ষ বিশিষ্ট টিনসেট ঘর, ৩টি পায়খানা নির্মান ও ৩টি টিউবয়েল বসানো হয়। প্রতি ঘরে ১০জন করে মোট ৩০জন ভূমিহীন ও দরিদ্র মানুষের বসবাসের ব্যবস্থা করে সেসময় বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি তাদের স্বাবলম্বী করার জন্য উপজেলা সমবায় অফিস থেকে ৩০ জনকে ঋন ও মাছ চাষের জন্য একটি বড় পুকুর দেওয়া হয়। কিন্তু ঘরগুলি বরাদ্দের দুই যুগ হতে চললেও সংস্কারের অভাবে তা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঘরের চালার টিনগুলি ছিদ্র হওয়ায় তা দিয়ে পানি পড়ে। টিবউয়েলগুলোও অকেজো ও পায়খানগিুলে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও আশ্রয়নের প্রকল্পের জমিও প্রভাবশালীদের দখলে চলে গেছে। আশ্রয়ন প্রকল্পের লোকজন জমি দখলদারদের বিরুদ্ধে কিছু বলারও সাহস করেনা। সবদিক থেকে আশ্রয়ন প্রকল্পের বসবাসরত অসহায় মানুষগুলি চরম কষ্টে মানবেতর জীবন যাপন করছে।
তবে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ঘরগুলি সংস্কারের আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...