• আপডেট টাইম : 04/09/2021 11:27 PM
  • 446 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কর্মস্থলে হয়রানি ও সহিংসতা মুখ বুঝে সহ্য করার বিষয় নয়। কর্মস্থলে হয়রানি-সহিংসতা সহ্য করলে সমাজ পিছিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়বে। কর্মস্থলে হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সবাই সচেতন হলে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া সহজ হবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের সারাহ রিসোর্টে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনারর্স অন জেন্ডার ইকুয়ালিটি: হ্যারাজমেন্ট অ্যান্ড ভায়ওলেন্স এগেইনেস্ট ওমেন অ্যান্ড মেন ইন দি ওয়ার্ল্ড অব ওয়ার্ক’
শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


শ্রম প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে হয়রানি ও সহিংসতা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। সবাই সচেতন হলে সমাজ থেকে এ অসভ্যতা দূর হবে। কর্মস্থলে শোভন কর্মপরিবেশ সবার কাম্য। কর্মস্থলের সুন্দর পরিবেশ কারখানার উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। নারীরা আজ কর্মস্থলে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে কাজ করছে। বাংলাদেশের শ্রম আইনেও কোনো বৈষম্য নেই, বরং অধিকারের কথা বলা হয়েছে।


যেসব কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। সবাই সচেতন হলে কর্মস্থলে হয়রানি ও সহিংসতা শূন্যের কোঠায় নামবে। সারাবিশ্বে কর্মপরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমসচিব মো. এহসানে এলাহীর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইএলও’র ঢাকা অফিসের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জর্জ ফলার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সেইফটি) কামরুল হাসান। অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল তিন দিনব্যাপী এ বিশেষ প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন।

অধিদপ্তরের কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে দক্ষতা বাড়াতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২৩ জন সহকারী মহাপরিদর্শক ও শ্রম পরিদর্শক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...