• আপডেট টাইম : 02/09/2021 01:14 AM
  • 369 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, মধুখালী (ফরিদপুর)
  • sramikawaz.com

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ রোপন মৌসুমউদ্বোধনকরাহয়েছে।

১ সেপ্টেম্বর বুধবার রোপন মৌসুমেরউদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান (ইক্ষুসম্প্রসারন ও সংগ্রহ) কৃষিবিদ গোলামকবির।

এ সময়চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা,শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান,আখচাষী কল্যাণসংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউলকরিম, সহ সভাপতি মির্জামুরাদ হোসেন,শ্রমজীবী ইউনিয়নের সদস্য শরিফুল ইসলাম,উপসহকারী ইক্ষ ুউন্নয়ন কর্মকর্তা মাসুদুররহমান, মেহেদি হাসান,ইক্ষুউন্নয়ন সহকারী মনিরুজ্জামান,অনিমেষ দাস,মাসুদ আলীমৃধা,আখচাষী নেতামজিবুররহমান , আলম মোল্যা সহ আখচাষীরা উপস্থিত ছিলেন। মিলসগেট সসাবজোনের ১ নংইউনিটের আলম মোল্যা, ৯ নংইউনিটের দাউদ মোল্যা, বিশিষ্টআখচাষী মোতালেবফকির, ৬ নংইউনিটের মো. শাহিন মিয়া,১৩ নংইউনিটেরআব্দুলহাইবাশিমিয়ারজমিসহ রোপাপদ্ধতিতে(এসটিপি)৭২ টিইউনিটেআখ রোপনকার্যক্রম উদ্বোধনকরাহয়।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, চলতি রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরাহয়েছে। চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একযোগে আজ উদ্বোধন করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...