• আপডেট টাইম : 31/08/2021 07:35 PM
  • 543 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com


কুষ্টিয়ায় আব্দুল খান (৫৫) নামে এক কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে দন্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)। এসময় আশরাফুল ইসলাম ও আব্দুল মমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।


আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার সময় দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের নিজ বাড়িতে কৃষক আব্দুল হক খানকে পূর্ব শত্রæতার জের ধরে আসামীরা সংঘবদ্ধ হয়ে ঘরে প্ররেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হয়ে দৌলতপুর থানায় উল্লেখিত ৫আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১২ডিসেম্বর এজাহার নামীয় আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ায় দ: বি: ১৪৩/৪৪৮/৩০২/৩৪ ধারায় ৭জনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক নারান চন্দ্র। ১৩ জনের ¯^াক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।


কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ ¯^াক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকান্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় একই পরিবারের দ্ইু ভাইসহ ৫ আসামীর যাবজ্জাীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...