• আপডেট টাইম : 26/08/2021 09:01 AM
  • 959 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

আবারও চুক্তি ভঙ্গ করলো গাজীপুরের স্টাইল ক্রাফট কারখানার মালিক। চুক্তি অনুযায়ী ২৫ আগস্ট কারখানা খোলার কথা ছিল, এক মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দিয়েছে ২৫ আগষ্ট কারখানা খুলছে না। খুলবে পাঁচদিন পর ১ সেপ্টেম্বর থেকে।


বকেয়া বেতন-ভাতা প্রাপ্তি ও কারখানা চালুর দাবিতে দীর্ঘ দিন লড়াইয়ের পর গত ১১ আগষ্ট শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ত্রি-প¶ীয় সভায় এক সমঝোতা চুক্তি ¯^া¶রিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ২৫ আগষ্ট এক মাসের বেতন ও ঈদ বোনাস প্রদান ও কারখানা চালু করার কথা ছিল। অথচ আবারও কারখানা চালু না করে আগামী ১ সেপ্টেম্বর বেতন বোনাস প্রদানের কথা বলে নোটিশ প্রদান করেছে।


কারখানা খোলা নিয়ে চুক্তি ভঙ্গ করলে গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন শ্রমিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে কথা বলেন ম্যাজিস্টেট ওয়াসিকুজ্জামান। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জিয়াউল কবীর খোকন, জাতীয় শ্রমিকলীগের মহানগর সভাপতি সৈয়দ আব্দুল জলিল, কারখানার শ্রমিক নজরুল ইসলাম, সাদেক হোসেন ও বেলায়েত হোসেন।


জিয়াউল কবী খোকন জানান, গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতে বলা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয় দেখছে। যেহেতু ১ সেপ্টেম্বর কারখানা খুলবে বলে মালিক পক্ষ নোটিশ দিয়েছে সে জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হয়।


বার বার কথা দিয়ে কারখানা না খোলার বিষয়টি খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিন। তিনি বলেন, মন্ত্রী, সচিব, আইজিএফ, ডিজি, বিজিএমইএ এর সভাপতি সহ চুক্তি করার পরেও মালিকের চুক্তি ভঙ্গের বিষয়টি দুঃখজনক। ১ তারিখেও যদি কারখানা না খুলে, শ্রমিকের পাওনা যদি পরিশোধ না করে তাহলে ৪ পেপ্টেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিজিএমইএ অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...