• আপডেট টাইম : 25/08/2021 05:14 PM
  • 707 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরের দেওয়াল ধ্বসে চাপা পড়ে নিয়তি খাতুন (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ২৫ আগষ্ট বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর বাঁধবাজার গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু একই গ্রামের রাজন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, গৃহবধু নিয়তি খাতুন বাড়ির ছাদের সিড়ি ঘরের দেওয়ালে পাট শুকাতে দেয়। পরে বিকেলে শুকনো পাট তুলতে গেলে সিড়ি ঘরের দেওয়াল ধ্বসে তার তলে চাপা পড়ে সে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা গৃহবধু নিয়তি খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...