• আপডেট টাইম : 21/08/2021 02:40 PM
  • 603 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com


পদ্মা নদীতে বন্যার পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের ৩৭টি গ্রামের ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টি গ্রাম ও চিলমারী ইউনিয়নের ২০টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় ওইসকল গ্রামের মানুষ এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বিশুদ্ধ পানি, খাবার ও পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে। বেড়েছে তাদের চরম দূর্ভোগ দূর্দশা।

গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে অ¯^াভাবিক হারে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যা কবলিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়ে ওইসকল গ্রামের অর্ধলক্ষ মানুষ। বন্যার পানি বৃদ্ধির ফলে আমন ধান, পাটক্ষেত, মরিচক্ষেত, কলাবাগান ও পানবরজসহ বিভিন্ন ধরণের কয়েক হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। কোমর অথবা হাটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে বন্যাকবলিতদের। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যের খাদ্য সংকট দেখা দেওয়ায় তারা সাহায্য ও সহযোগিতার দাবিও করেছেন।

এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে আজ শনিবার সকাল ৬টায় পদ্মা নদীর পানি বিপদসীমার ৫সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজও ৩সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি গ্রামগুলো ঘুরে দেখেছেন। শুনেছেন বন্যাকবলিতদের কষ্ট ও দূদর্শার কথা। এসময় তিনি একহাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে প্যাকেট ভর্তি চাল, ডাল, তেল, আটা, আলু ও লবন দিয়েছেন। জেলা প্রশাসকের বন্যাকবলতি এলাকা পরিদর্শনকালে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ও চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ উপস্থিত ছিলেন।

ছবি : পানিবন্দি গ্রাম ও বন্যাকবলিত এলাকা।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...