• আপডেট টাইম : 19/08/2021 12:22 AM
  • 470 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

প্রথমবারের মতো মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে প্রথম দফায় ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন বুধবার ৫০০ শ্রমিককে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহাবুব আহমেদ সিদ্দিক।

তিনি বলেন, এখানে মোট ৩৪ টি কারখানায় সাত হাজার শ্রমিক কর্মরত আছেন। সংক্রমণ রোধে এদের মধ্যে থেকে প্রথম দফায় পাঁচ হাজার শ্রমিককে টিকা দেওয়া হবে। সাত হাজার শ্রমিকেরই এরইমধ্যে সুরক্ষা এ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, তাদের প্রশিক্ষিত নার্সরা ইপিজেডের শ্রমিকদের এই টিকা দিচ্ছেন। টিকা রিজার্ভ না থাকায় প্রথম ধাপে বুধবার শুধু ৫০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে। বাকিদের ধাপে ধাপে এ টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রমে উপস্থিতি ছিলেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহাবুব আহমেদ সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস, ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) মো. আবুল হাসান মুন্সি, উপ-পরিচালক (শিল্প সম্পর্ক বিভাগ) মো. জহুরুল ইসলাম ও ইপিজেড মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার অমিতাব বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...