• আপডেট টাইম : 17/08/2021 11:51 AM
  • 697 বার পঠিত
  • বিশেষ প্রতিনিথি কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয় (২০) এক যুবক নিহত হয়েছেন। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সোমবার দিবাগত রাত ১টার দিকে মিরপুর বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিরপুর বিজিবি সেক্টরের সামনে এক পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বাসচাপায় পথচারীর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসে দশজন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...