• আপডেট টাইম : 07/08/2021 07:46 PM
  • 509 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। আজ শনিবার০৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৬টি কেন্দ্রে করোনার এই গণটিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর সাবেক ১নম্বর ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রে তিনটি বুথে ৬শ’ জন মানুষের টিকা দেওয়া হবে। কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে ছয়জন টিকা কর্মী ও নয়জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছেন। জেলায় ৪৫৬ জন টিকা কর্মী ও ৬৮৪জন স্বেচ্ছাসেবক কর্মীর সমš^য়ে গণটিকা কার্ডক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...