• আপডেট টাইম : 31/07/2021 05:35 PM
  • 391 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ শতাংশ।

বর্তমানে হাসপাতালে ১৭৭জন করোনা আক্রান্ত রোগী ও ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৪ জন ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।


এদিকে লকডাউনের নবম দিন আজ শনিবার ঢিলে ঢালাভাবে চলছে। ছুটির দিন হওয়ায় শহরসহ সর্বত্র জনসমাগম কম রয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট পরিবহন চলাচল রয়েছে ¯^াভাবিক। লকডাউন কার্যকরে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৯১জনের কাছ থেকে ৪৯ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের সম্বনয়ে গঠিত ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...