• আপডেট টাইম : 25/07/2021 07:55 PM
  • 421 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

এখনো করোনার মরণ ফাঁদ কুস্টিয়া। প্রতিদিনই ১২ থেকে ২০ জন পর্যন্ত মৃত্যু হচ্ছে। হচ্ছে দুইশ’র মত আক্রান্ত। এই মৃত্যু ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এই মৃত্যু-আক্রান্ত রুখতে দেশ ব্যাপি কঠোর লকডাউন চলছে। চলছে কুষ্টিয়াতেও। কুষ্টিয়ায় মৃত্যু বেশি হওয়ার কারণে এখানকার মানুষের লকডাউন মানার গরজ বেশি হওয়ার কথা। স্বজন হারানোর ব্যথাতে বেশি ব্যাথিত হওয়ার কথা। তারপরও মানুষ অবুঝের মত লকডাউন ভঙ্গ করছে। মৃত্যু এবং স্বজন হারানো যন্ত্রণাকে পায়ে ঢেলতে গরের বাইরের বের হচ্ছে। আইন ও সাজা দিয়ে মানুষকে থামানো লাগছে।


জানা গেছে, শহরে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে মানুষের চলাচল কম আছে। তারপরও মানুষে ঘরের বাইরের বের হচ্ছে। উপজেলা ও গ্রাম পর্যায়ে চলাচল আরও বেশি। নির্বাহী ম্যাজষ্ট্রেটের নেতৃত্বে জেলা ও উপজেলার শহরের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চলমান রয়েছে।


লকডাউন বিধি নিষেধ অমান্য করায় শনিবার দিনভর জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০টি মামলায় ৮৮জনের ৮১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...