• আপডেট টাইম : 18/07/2021 05:30 PM
  • 914 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

করোনা আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর মাত্র ১০দিন পর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি বর্সীয়ান প্রবীন নেতা আফাজ উদ্দিন আহমেদও (৭৬) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার রাত ১.৪০টায় ঢাকা স্কয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আফাজ উদ্দিন আহমেদকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়ার পর তাঁকে লাইফ সার্পোটে বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। করোনা আক্রান্ত হলে সস্ত্রীক আফাজ উদ্দিন আহমেদকে গত ২৩ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ১৭ দিন মৃত্যুর সাথে লড়ে আফাজ উদ্দিন আহমেদের সহধর্মিনি মনোয়ারা বেগম আলো (৭২) ৮জুলাই মৃত্যু বরণ করেন। সহধর্মিনির মৃত্যুতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদ ভেঙ্গে পড়লে তাঁর শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য আফাজ উদ্দিন আহমেদকে বেসরকারী স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রবীন এই নেতার মৃত্যুতে দৌলতপুরে শোকের ছায়া নেমে এসছে। আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দৌলতপুরের বর্তমান এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্, জেলা আওয়ামী লীগে সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর ¯^পন ও দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে প্রবীন আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের নামাজে জানাযা বিকেল সাড়ে ৫টায় তারাগুনিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুম আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...