বেতন–বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় স্টাইল ক্র্যাফট লিমিটেড কারখানার শ্রমিকরা।
১৪ জুলাই বুধবার সকালে এ বিক্ষোভের ঘটনা ঘটে।
এ সময় বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শ্রমিকেরা জুন মাসের বেতন এবং অন্য কর্মীদের সাত মাসের বকেয়া বেতন ও ইদ বোনাস বকেয়া রয়েছে।
পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মীরা গণমাধ্যমকে বলেন, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের তৈরি পোশাক কারখানাটি প্রায় চার হাজার জন কাজ করেন। তাঁদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরে কারখানাটিতে বেতন অনিয়মিত। এভাবে কর্মীদের চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে। গত রোজার ঈদের আগেও আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে কারখানার শ্রমিক-কর্মীদের।
গতকাল মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বেতন-বোনাস দেওয়া হয়নি। বুধবার সকাল আটটা থেকে শ্রমিক ও কর্মীরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান অবরোধ সৃষ্টি করেন। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের জট তৈরি হয়।
কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, ‘প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয়। বাড়িভাড়া, দোকানের বাকি দিতে পারছি না। সামনে ঈদের ছুটিতে যাব। তার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব, এর কোনো উপায় নেই।’
নজরুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, বেতন না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়রকে জানানো হয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।