• আপডেট টাইম : 12/07/2021 06:15 PM
  • 457 বার পঠিত
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও করোনায় মৃত্যু।
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও মৃত্যু ২০ উঠেছিল। গত তিনদিন ধরে নিম্মমুখি হয়েছিল। শেষ রোববার ১১ জুলাইও নিম্নমুখি ছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র বলছে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন।

রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন। এদিন নতুন করে জেলায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ১০২৭টি নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল এসেছে। পরীক্ষা বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় প্রায় ২৭শতাংশ।

চলমান লকডাউনের দ্বাদশ দিনে আজ সোমবার গণপরিবহন, কল-কারখানা হোটেল, রেস্তোরা শপিংমল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরে লোকসমাগম বাড়লেও তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
এদিকে সরকারি বিধিনিষেধ ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে রোববার দিনভর অভিযান চালিয়ে ৪৯ জনের ২৬ হাজার ৭০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...