• আপডেট টাইম : 09/07/2021 11:19 PM
  • 512 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, আশুলিয়া
  • sramikawaz.com

সাভারের বিরুলিয়ার খাগানে অবস্থিত "এ্যাপারেলস ভিলেজ লি."-এর বেআইনী ভাবে ছাটাইকৃত প্রায় অর্ধ শত শ্রমিককে বকেয়া বেতন-ভাতা সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে ও নারায়নগঞ্জের রূপগঞ্জের জুস কারখানায় আগুনে পুড়ে অর্ধশতাধিক শ্রমিক মৃত্যুর প্রতিবাদে মানবন্ধন করেছে ভুক্তভোগী শ্রমিকরা।

৯ জুলাই শুক্রবার বিকেল ৪টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন কারখানার শ্রমিক রেহেনা, রুনা, ফিরোজ আলম প্রমুখ শ্রমিক। তারা এ্যাপারেলস ভিলেজ লি-এর অন্যায়ভাবে ছাটাইয়ের চিত্র তুলে ধরেন।

এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা এডভোকেট সৌমিত্র কুমার দাশ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, শ্রমিক ফ্রন্টের আশুলিয়া -সাভার কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আনিসুর রহমান, আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, ।

সভা থেকে অবিলম্বে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানানো হয়। অন্যথায় শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...