• আপডেট টাইম : 09/07/2021 05:34 PM
  • 523 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরো ২২ জন মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২জন করোনা পজিটিভ ছিলেন। আর বাঁকি ১০জনের করোনা উপসর্গ ছিল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়। এদিন জেলায় ২২০ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। মোট ৭৯২টি নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় ২৮ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ১৮৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৯৩ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলায় লকডাউনের নবম দিন আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রশাসনের তৎপরতা কম লক্ষ্য করা গেছে। তবে জেলা ও উপজেলা শহরেও জনসমাগম কম রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র টহল আগের মতই রয়েছে।

অপরদিকে করোনা স্বাস্থ্য বিধি না মানায় গতকাল বৃহস্পতিবার জেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৫৪টি মামলায় ৬৩ জনের ৪৩হাজার ৮০০টাকা অর্থদন্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...