• আপডেট টাইম : 08/07/2021 04:08 PM
  • 430 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭জন। এনিয়ে ১৭জনের মৃত্যু হয়েছে। তবে জেলায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এসময় ৭৩৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ২৩২জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার প্রায় ৩১.২২ শতাংশ। তবে গত কয়েকদিনের চেয়ে শনাক্তের হার কিছুটা নিম্নমুখি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ২০২ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৮৭ জন সহ মোট ২৮৯ জন ভর্তি রয়েছে।
এদিকে, জেলায় লকডাউনের অষ্টম দিন আজ বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল রয়েছে। তবে জেলা ও উপজেলা শহরে আগের তুলনায় জনসমাগম বেড়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র টহল আগের মতই রয়েছে।


অপরদিকে করোনা স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বুধবার জেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩৩টি মামলায় ৫৪ জনের ৩৬হাজার ২০০টাকা অর্থদন্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...