• আপডেট টাইম : 07/07/2021 03:10 PM
  • 575 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৬জন। এনিয়ে ১৬জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা সময়ের এ রিপোর্ট।  তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

এসময় ৮০১জনের করোনা নমুনা পরীক্ষা করে ২৩৪জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। তবে গত কয়েকদিনের চেয়ে শনাক্তের হার কিছুটা নিম্নমুখ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ১৮৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৮৭ জন সহ মোট ২৭৪ জন ভর্তি রয়েছে।

এদিকে, জেলায় লকডাউনের সপ্তম দিন আজ বুধবার স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল রয়েছে। তবে জেলা ও উপজেলা শহরে আগের তুলনায় জনসমাগম বেড়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র টহল রয়েছে।

অপরদিকে করোনা স্বাস্থ্য বিধি না মানায় গতকাল মঙ্গলবার জেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৪৪টি মামলায় ৫৭ জনের ৪২ হাজার ৩০০টাকা অর্থদন্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...