• আপডেট টাইম : 04/07/2021 11:07 PM
  • 467 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন। এনিয়ে ১৯জনের মৃত্যু হলো।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু হয়। এ সময় ৬০৯ জনের করেনা নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। শনাক্তের প্রায় হার ৩২ শতাংশ। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে প্রতিনিয়ত। ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৮ জন।
এদিকে লকডাউনের চতুর্থ দিনেও শহরে লোকসমাগম নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে বের হতে দেখা যাচ্ছে না। তবে শহরের বড় বাজার ও পৌর কাঁচা বাজারে মানুষের কিছুটা ভিড় রয়েছে।

জেলায় পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর টহল রয়েছে। সীমান্ত এলাকার বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি’র টহল রয়েছে। করোনা ¯^াস্থ্য বিধি না মানায় গতকাল শনিবার জেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৪২টি মামলায় ৪৪ জনের ৬৩ হাজার ৪০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...