• আপডেট টাইম : 23/06/2021 03:33 PM
  • 543 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো ৪জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। এদিকে ৭দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে আজ বুধবার।
জেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ কিন্তু আগের মতোই স্বা ভাবিকভাবে চলাচলের চেষ্টা করছে। যেকোনো অজুহাতে শহরে ঢোকার চেষ্টা করছে তারা। শহরমুখো এসব মানুষকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। শহরে ঢোকার প্রতিটি প্রবেশ মুখে বাঁশ বেধে ব্যরিকেড দেওয়া হয়েছে। জরুরী সেবা ছাড়া কাউকেই শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়াও লকডাউন কার্যকর করতে সার্বক্ষনিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০জুন মধ্যেরাত থেকে ২৭জুন মধ্যেরাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...