কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় একদিনে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছে ১৬৪ জন। ৫৪৯টি নমুনা পরীক্ষার পর এই ১৬৪ জন রোগি শনাক্ত হয়। পরীক্ষা বিপরীতে শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এদিকে, রোগির চাপ ঠেকাতে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার। উদ্ভুত পরিস্থিতিতে কুষ্টিয়া পৌরসভা এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হলেও তা চলছে ঢিলেঢালা ভাবে।