সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ৫৪৯ জনের নমুনা পরিক্ষা করে সর্বোচ্চ ১৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ শতাংশ।
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় ৯ম দিন ও মিরপুর পৌর এলাকায় ৪র্থ দিনের মতো কঠোর বিধি নিষেধ চলছে। বিধি নিষেধ বাস্তবায়ন করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে সাধারণ মানুষের বিধি নিষেধ মানতে রয়েছে অনীহা।
কুষ্টিয়া ২৫০ শয্যর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, জেলায় আশংকাজনক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে বেড ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালে কোন বেড খালি নেই। ১০০ বেডের বিপরীতে ভর্তি আছে ১১৫জন রোগী। রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিম শিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।।
এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শনিবার থেকে শুরু হওয়া চীনের সিনোফার্মের তৈরী টিকা দেয়া কর্মসূচির ২য় দিন চলছে। প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে এই টিকা।