কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৭জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের সবাই করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে ৭জন ও আজ শনিবার সকালে একজন মারা গেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ৭জন মারা গেছে। আর সকালে মারা গেছে একজন। এটি কুষ্টিয়ায় একদিনে সব থেকে বেশি মৃত্যু।
কুষ্টিয়া প্রতিদিন করোনা শনাক্ত বাড়ছে। করোনা রোগী বাড়ার ফলে হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। হাসপাতালে কোন বেড খালি নেই। ১০০ বেডের বিপরীতে ভর্তি আছে ১১৩জন রোগী।
গতকাল ১৮ জুন ৩৬৮জনের নমুনা পরীক্ষয় শনাক্ত হয়েছে ১১২জন। গড় শনাক্ত প্রায় ৩২ শতাংশ। এর আগের দিন ১৭জুন শনাক্ত হয় ১৫৬জন। শনাক্তের হার ছিলো ৪০ শতাংশের বেশি। গত ১৫দিন ধরে রোগী শনাক্তের হার ও মৃত্যু উর্দ্ধমুখী। কুষ্টিয়া করোনা নিয়ন্ত্রনে আনতে কঠোর বিধি নিষেধ চলছে।