করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধি-নিষেধ আরো ৭দিন বাড়ানো হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছেন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার মধ্যে রাতে চলমান ৭দিনের কঠোর বিধি-নিষেধ শেষ হওয়ায় আরো ৭দিন বাড়িয়ে ২৫জুন মধ্যেরাত পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করা হলো।
অপরদিকে কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় ৭দিনের কঠোর বিধি নিষেধের ৩য় দিন চলছে।
এদিকে জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘন্টায় ৩৬৮ জনের করোনা নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ শতাংশ।
জেলায় করোনা সংক্রমন প্রতিদিনই আশংকাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ চলমান কঠোর বিধি-নিষেধ না মানার কারনে সংক্রমনের হার বেড়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। তবে পুলিশ শহরে প্রবেশ মুখে বেরিকেড দিয়ে সর্বসাধারণের চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা অব্যাহত রেখেছেন।