• আপডেট টাইম : 13/06/2021 06:11 PM
  • 413 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌর এলাকায় ৭দিনের কঠোর বিধি-নিষেধের আজ রোববার ২য় দিনও ঢিলেঢালাভাবে চলছে। পৌর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত খোলা রয়েছে। কিন্তু সাধারন মানুষকে স্বাস্থ্য বিধি ও বিধি-নিষেধ মানতে দেখা যাচ্ছে না। পৌর এলাকার মানুষের চলাফেরায় ভিড়ের পাশাপাশি যানবাহনও চলছে আগের মতো। তবে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ শতাংশ। গত ৭দিনে জেলায় নতুন করে ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫শ ৬৮ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৩২।
উল্লেখ্য, করোনা সংক্রমন অ¯^াভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার পৌরসভা এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে ১৮ জুন’২১ মধ্যরাত পর্যন্ত ৭দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...