• আপডেট টাইম : 09/06/2021 12:18 AM
  • 383 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তাহবিলে গত এক বছরের লভ্যাংশ ৩১ কোটি ৪০ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল কোম্পানি গ্রামীণফোন।

আজ ০৮ জুনঃ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা -সিএইচআরও সৈয়দ তানভির হোসেন এর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে ৩১ কোটি ৪০ লাখ টাকা চার হাজার ৪০৩ টাকার চেক হস্তান্তর করেন।

গ্রামীণফোন তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা প্রদান করে আসছে। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, মোবাইল কোম্পানি গ্রামীণফোন আজ পর্যন্ত ১৮৩ কোটি ৮৪ হাজার ৩৬৩ টাকা জমা দিয়েছে।

পরে অক্সিজেন কোম্পানি লিন্ডে বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাইকা মাজেদ তাদের কোম্পানির গত এক বছরের লভ্যংশের নিদিষ্ট অংশ এক কোটি ৬৩ লাখ টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে গত এক বছরে প্রায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৩,২৬৯ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা বাবদ ৯ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত ৯২ জন শ্রমিকের পরিবারকে ৩৯ লাখ ২০ হাজার টাকা, শ্রমিকদের সন্তানের শিক্ষা সহায়তা বাবদ ১৬৬ জনকে ৫২ লক্ষ ৮৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, চট্টগ্রামের বাঁশখালীতে সংঘটিত দূর্ঘটনায় ১৫ জন আহত শ্রমিকসহ মোট ২৬ জন শ্রমিককে জরুরী চিকিৎসা সহায়তা বাবদ ১২ লক্ষ ১৫ হাজার টাকা এবং ০৭ জন নিহত শ্রমিকের পরিবারবর্গকে আর্থিক সহায়তা বাবদ ১৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ তহবিল নিয়ে শ্রমিকদের কল্যাণে শ্রম মন্ত্রণালয় সবসময় শ্রমিকদের পাশে আছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা করোনাকালীন দেশের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রামীণফোনসহ দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি প্রতিষ্ঠান তাদের লাভের এক দশমাংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ পাঁচ’শ কোটি টাকার ওপরে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার ভৌমিক, গ্রামীণফোনের পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান হোসেন সাদাত, এইচআর বিজনেস পার্টনার এন্ড সার্কেল প্রধান ইয়াসির মাহমুদ খান, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস প্রধান কে. এম. সাব্বির আহমেদ এবং গ্রামীণফোনের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগের সদস্য মো. আসাদুজ্জামান এবং লিন্ডে বাংলাদেশ এর রেওয়ার্ড এন্ড সিস্টেম ম্যানেজার সুফিয়া আকতার ওহাব উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...