• আপডেট টাইম : 08/06/2021 05:35 AM
  • 525 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে এক কোটি টাকা ব্যয়ে চরবাসীর যোগাযোগের জন্য মাটির রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগরঘাট এলাকায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এ রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজের সভাপতিত্বে মাটির রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, চিলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলি দেওয়ান ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল সহ জমি দাতা ও স্থানীয় নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৪ কিলোমিটার রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি সাত লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চরবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। পদ্মা নদীর ভাগজোত পয়েন্টে একটি ব্রীজ নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চরের ৭০হাজার মানুষের যাতায়াতের জন্য ফিলিপনগর থেকে চিলমারীর প্রায় ৪ কিলোমিটার এই রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে চরাঞ্চলের মানুষের শি¶া, কৃষি, চিকিৎসা সর্বোপরি জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। তিনি বলেন, দৌলতপুরের প্রতিটি ইউনিয়নের সাথে কানেক্টিং সড়ক তৈরি করা হবে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের শত বছরের ¯^প্ন পুরন হওয়ার পথে। আজকে মাটির রাস্তার মাধ্যমে এর ভীত তৈরি করা হলো। আগামীতে এই মাটির রাস্তাকে পাকা রাস্তায় পরিনত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...