কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে বরপক্ষের বরযাত্রীরা মাংস নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিয়ের বাড়ি প্যান্ডেলসহ আসবাবপত্র। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দেড় মাস আগে জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে চুমকির সঙ্গে গাংনী উপজেলার ধলা গ্রামের শহিদুলের ছেলে জনির বিয়ে হয়। সোমবার ছেলেরপক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসে আনুষ্ঠানিকভাবে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আর এ জন্য মেয়ের পক্ষের লোকজন অনুষ্ঠানের আয়োজন করে। যদিও ধর্মীয় অনুষ্ঠান করতে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও এ আয়োজন করা হয়।
দুপুরে নির্ধারিত স্থানে বরযাত্রীদের খেতে দেওয়া হলে তারা মাংস নষ্ট করতে থাকে। এনিয়ে খাজিনদারদের সাথে বরপক্ষের বরযাত্রীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বরপক্ষের অন্তত ৭ জন আহত হন। তাদের উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।