‘পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ০৫ জুন বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।
এছাড়াও জেলার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রধান অতিথি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক ও কৃষক নাসির উদ্দিন। শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে আসা বিভিন্ন ষ্টল ও বিভিন্ন প্রজাতির প্রাণি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর উপজেলা পর্যায়ে এসকল প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।