ঈদের পর থেকে কুষ্টিয়ায় উদ্বেগজনকহারে বেড়েছে সংক্রমণ করোনা সংক্রমন। গত ১০দিনে জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ৬জন। অধিকাংশ রোগী কুষ্টিয়া শহর কেন্দ্রিক। করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকগণ। হাসপাতালে আইসিইউ নেই। করোনা ইউনিটে শয্যা সংখ্যা মাত্র ৪১টি। এরই মধ্যে ৫০জনেরও বেশী রোগী সেখানে ঠাঁই নিয়েছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ০৩ জুনদুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা করোনা জরুরী সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের মতামত নেন। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক জানান জেলার অন্যান্য শ্রেণী পেশারর মানুষের সাথে আলোচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে জেলায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হতে পারে।