• আপডেট টাইম : 30/05/2021 01:43 AM
  • 390 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আমেনা খাতুন জানায়, সে ঢাকায় তার মায়ের বান্ধবীর বাসায় গত এক বছর ধরে কাজ করত। এক বছর ধরেই সে সেখানে নির্যাতনের শিকার হয়।

আমেনা জানায়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্যাতন করা হতো। মারপিট, গরম খুন্তির ছ্যাঁকা, প্লাস দিয়ে নখ উপড়ে দেওয়াসহ মাথার চুল ছিঁড়ে দেওয়া হতো তার। এমনকি তাকে হাত-পা বেঁধে, জবাই করে হত্যার চেষ্টাও করা হয়।

আমেনার বক্তব্য, 'এখনও বুক ও পেটে ব্যথা হয়, সহ্য করতে পারি না।'

ঈদের পর আমেনার নানী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর সে বাড়িতে ফিরে যায়। আজ মানববন্ধনের পাশেই একটি ইজিবাইকে অবস্থান করছিলো অসুস্থ আমেনা।

মানববন্ধনে উপস্থিত আমেনার নানী জানান, ঘটনা ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় জড়িতদের আটকের দাবি জানান তিনি।

মানববন্ধনে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়ান মৌরিনের উপস্থিতিতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...