• আপডেট টাইম : 16/05/2021 05:49 PM
  • 550 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী কৃষককে ৪ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। আজ রোববার সকাল ১০.২০টায় পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে ওই কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে। সকাল ৬টার দিকে ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ ক্ষেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বৈঠক শেষে ১০.২০টায় আটক বাংলাদেশী কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ। বিএসএফ’র দাবি কৃষক আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারত সীমানায় অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...