• আপডেট টাইম : 13/05/2021 04:45 PM
  • 951 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

৫৪ ধারা করা এক মামলায়  গ্রেপ্তার হওয়া আশুলিয়ার ছয় শ্রমিক নেতা জামিন মুক্তি পেয়েছে। আজ ১৩ মে কেরানী গঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

মুক্তিপ্রাপ্ত শ্রমিক নেতারা হলেন,  মো. সুলতান, জাহিদুর রহমান  জীবন,  মো: আশিক, রতন হোসেন, শাহ আলম ও মো: বকুল। তাদের  বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনে আশুলিয়া থানা।

জানা গেছে আশুলিয়ার থানায় এক সাধারণ ডায়ারির ভিত্তিতে ৯ মে সন্ধ্যায় তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ্। ১০ মে তাদের কোর্টে চালান দেওয়া হয়। ১২ মে জামিন পান। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে  ১৩ মে তারা জেল থেকে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...