সাভারের বিরুলিয়া রোডে অবস্থিত আজিম গ্রুপের জিকে গার্মেন্টসের লিফট দূর্ঘটনায় প্রতিষ্ঠানটির একজন লিফটম্যান নিহত হয়েছে। নিহত লিফটম্যানের নাম মো. জহিরুল ইসলাম মিশু (৩২), তার এক বছরের একটি সন্তান রয়েছে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়াটারে থাকতেন।
জানা যায়, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফ্যাক্টরীর এক উর্ধতন কর্মকর্তা জানান,- রবিবার সকাল ৭টা ৫মিনিটে জিকে গার্মেন্টসের ৩য় তলা থেকে ছিফট ছিড়ে পরে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৯ মে রোববার সকালে এ ঘটনা ঘটে।
ফ্যাক্টরীটির একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই ফ্যাক্টরীর লিফটগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্যাক্টরীর দুটি লিফটই অত্যন্ত ঝুকিপূর্ণ। যে কোন সময় এর চেয়ে বড় দূর্ঘটনাও ঘটতে পারে বলেও তারা জানান।
এ বিষয়ে আজিম গ্রুপের মানব সম্পদ ও এডমিন বিভাগের ব্যবস্থাপক মো. সিরাজ মিয়া বলেন আমি রাস্তায় আছি কারখানায় যাচ্ছি, একটি দুর্ঘটনা আছে কেউ মারা গিয়েছে কি না আমি জানি না। সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, একজন মারা গিয়েছে, আমরা উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে পরে জানাবো ময়নাতদন্ত করা হবে কি না।