• আপডেট টাইম : 03/05/2021 12:01 AM
  • 981 বার পঠিত
প্রতীকি ছবি
  • মো. কামরুজ্জামান
  • sramikawaz.com

 

ওয়ার্ড কমিশনারের গার্মেন্টস কারখানার ভেতরে ঢোকা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কারখানার শ্রমিকদের দাবি ওয়ার্ড কমিশনার মোন্তাজ মন্ডলের চাঁদার দাবিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে অভিযুক্ত কমিশনার মোন্তাজ উদ্দিন মন্ডল জানান, উভয়পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে। পরে উভয়পক্ষ বসে মিমাংসা করা হয়।

২ মে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মেট্রো থানার জিরানী বাজারের তেতুইবাড়ী এলাকায় রবিবার বিকেলে কেএসি ফ্যাশন নামক কারখানার এ ধরণের ঘটনা ঘটে। এসময় কারখানায় কর্মরত শতাধিক শ্রমিক খবর পেয়ে কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডলের অর্ধশতাধিক লোককে ধাওয়া দেয়। উত্তেজিত শ্রমিকরা কাউন্সিলরেরকর্মীদের ব্যবহৃত দুইটি মোটর সাইকেল ভাংচুর করে।
এলাকাবাসী, কারখানা কর্তৃপক্ষ ও কাউন্সিলরের কর্মীরা জানান, ঐ এলাকার কেএসি ফ্যাশন নামের কারখানায় গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করেন।কেএসির নিরাপত্তাকর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। এ সময় কাউন্সিলরের লোকজন একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে। নিরাপত্তা কর্মীরা কাউন্সিলরকে আটক করে একটি কক্ষে বসিয়ে রাখেন। কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডলকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরো শতাধিক সমর্থক ঘটনা স্থলে গিয়ে কারখানার সামনে থাকা ৪-৫ দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেন।

এসময় কারখানার গেটে গিয়ে হামলা চালালে কারখানায় কর্মকর্তা দুই শতাধিক শ্রমিক গেইটে এসে বাইরে গিয়ে কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডলের লোকজনদের ধাওয়া দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ধাওয়া পাল্লা ধাওয়ার সময় কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল কৌশলে পালিয়ে যায়।

কেএসি ফ্যাশন লিমিটেড নামক কারখানার উৎপাদন কর্মকর্তা আলী আক্কাস সাংবাদিকদের জানান, কাউন্সিলর ক্ষমতার অপব্যবহার করে ভিতরে ঢুকতে চান। এতে নিরাপতা কর্মী বাধা দিলে অপ্রীতিকর ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিকরা তাদের ধাওয়া দিলে কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল পালিয়ে যায়।

অভিযুক্ত কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল জানান, কারখানার প্রশাসনিক কর্মকর্তাদের একটু ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। রাতে কারখানা কর্তৃপক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের লোকজন নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ঘটনাটি উভয়ের মধ্যে ভুল বুঝা বুঝি হয়েছে।

কাশিমপুর মেট্রো থানার ওসি মাহবুব এ খোদা জানান, ভেতরে ঢোকা নিয়ে উভয় গ্রুপের অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো। রাতেই কারাখানয় দুইপক্ষ বসে মীমাংসা করেছে বলে শুনেছি। এঘটনায় এখন পর্যন্ত অভিযোগ নিয়ে আসেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...