• আপডেট টাইম : 25/04/2021 08:19 PM
  • 805 বার পঠিত
  • ইদ্রিস আলী
  • sramikawaz.com

আমিও সকলের সাথে একমত রানা প্লাজার দুর্ঘটনা ঘটেনি এটা হত্যাকান্ড। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের উপর দায় চাপানোর চেষ্টা করেছিলেন এই বলে, হরতালকারিরা বিল্ডিং ধরে ঝাঁকুনি দিলে বিল্ডিং ধসে যায়।
এখনো কিছু দালাল শ্রমিক নেতা তারা শুধু রানার ফাঁসি চায়। কিন্তু বিল্ডিং ঝুকিপূর্ণ যেনেও যেই গার্মেন্টস মালিকরা কারখানা খোলা রেখেছিল তাদের বিচার চায়না। শুধু তারা ক্সতিপুরন চায়।
আমরা জানি শ্রমিকরা অনেক টাকা পেয়েছে কিন্তু সে সব তো ক্রেতা এবং দাতাদের দেওয়া অনুদান। ক্ষতিপূরণ শ্রমিক রা এখনো পায়নি! সাথে সাথে দাবি করছি রানা প্লাজার যায়গা অধিগ্রহণ করে ট্রাস্ট গঠন করে শ্রমিকদের কল্যানে জন্য ব্যবহার করা যেতে পারে।
প্রকাশ করা হোক অনুদান হিসেবে পাওয়া সকল অর্থের হিসাব, যেমন সরকারের ত্রাণ তহবিলে বিদেশি ক্রেতা এবং ডোনর দেয়া অনুদান। এনজিও-রা ডোনারদের নিকট থেকে যে অনুদান পেয়েছে তার হিসাব প্রকাশ করা হোক। অনেক শ্রমিক সংগঠনও রানা প্লাজার শ্রমিকদের সহায়তা করতে ফান্ড কালেকশন করেছিল, তারও সঠিক হিসাব প্রকাশ করতে হবে।
আমি এ-ও বলতে চাই, শুধু বক্তৃতা করলেই দাবি আদায় হবে না। তার জন্য চাই একটা শক্তিশালী শ্রমিক আন্দোলন। একটা কমন ইসুতে সকল শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে এবং চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে মালিকদের সকল রকমের জুলুম নির্যাতনের উপযুক্ত জবাব দিতে হবে।

ইদ্রিস আলী: প্রতিষ্ঠাতা সভাপতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...