বাংলাদেশের গার্মেন্টস মালিকরা শুধুই তাদের সুবিধা বোঝে। এঁরা হচ্ছেন সুবিধাভোগী। শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতি চাকা সচল রয়েছে। কিন্ত সেই শ্রমিকের ওপর জুলুম অন্যায় অত্যাচার চালানো হচ্ছে।
কারখানা মালিকরা সরকারের কাছে দাবি করে বলেছিল কারখানা খোলা না রাখলে কার্যাদেশ হারাতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। উদ্যোক্তাদের দাবি মত সরকার কারখানা খুলে দিলো, শর্ত দেওয়া হলো শ্রমিকদের ¯^াস্থ্য বিধি মেনে কাজ করাতে হবে, পরিবহনের ব্যবস্থা করতে হবে। কারখানা মালিকরা কারখানা খুললো ঠিকই কিন্তু শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ব্যবস্থা করলো না। দুয়েকটি কারখানা স্বাস্খ্যবিধি কিছুটা মানলেও অধিকাংশ কারখানার ধারে কাছে নেই। শ্রমিকদের নিয়ে তারা শুধু কাজই করিয়ে নিতে চায়, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবার কোন সময় নেই। তারা শুধৃু চায় উৎপাদন আর উৎপাদন।
সরকার কারখানা খোলা রাখার শর্ত দিয়েছিল-কারখানা চালু রাখলে কারখানার ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা নেওয়া করতে হবে। মালিকপক্ষ এখানেও কথা রাখেনি। এই মহামারীর মধ্যে শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় যাচ্ছেন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। যেন অর্থনীতিকে সচল রাখার দায়িত্ব শুধুই শ্রমিকের। এ জন্য উদ্যোক্তাদের কোন দায় নেই।
গণপরিবহন বন্ধ, জীবন ও জীবিকার তাগিদে চাকরি বাঁচাতে অতি সকালে উঠে কারখানায় মুখি দৌড়াতে হচ্ছে। গণপরিব্হন না থাকার কারণে রিকসা-ভ্যান, অটো, রিকসা, টেম্পু ইত্যাদিতে ঠ্যালাঠ্যালি করে শ্রমিকরা কারখানায় যাচ্ছেন। এতে বেশি ভাড়া দিতে হচ্ছে, তারপরও করোনা ছড়ানোর সমূহ সম্ভাবনা নিয়ে কারখানায় যাচ্ছে। মালিকরা বলার চেষ্টা করছেন শ্রমিকরা কারখানার ধারে কাছে তাদের বাসা , তাদের পরিবহনের দরকার হচ্ছে না। আপনারা সঠিক কথা বলছেন না। সাভার আশুলিয়ায় সড়কে এসে দেখে যান শ্রমিকরা জীবনের কী ঝুকি নিয়ে প্রতিদিন কারখানায় যাচ্ছেন। আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করেন, নিজের স্বার্থের জায়গা থেকে চিন্তা করেন, কিভাবে নিজেদের মুনাফা বেশি হয় আপনার শুধু সেই চিন্তা করেন।
এ করোনা মহামারীর মধ্যে সব চেয়ে ঝুকি নিয়ে কারখানায় যাচ্ছেন নারী শ্রমিকরা। সন্তান সম্ভব্যবা নারী শ্রমিকরা আরো বেশি সমস্যা নিয়ে কারখানায় যাতায়াত করছেন। এ অবস্থায় শ্রমিকরা একদিকে ঝুকি নিচ্ছেন, বেশি অর্থ ব্যয় হচ্ছে। আবার একই সাথে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার শ্রমিক বান্ধব। এই কী সরকারের শ্রমিক বান্ধবের নমুনা, লকডাউনের মধ্যে গনপরিবহনের ব্যবস্থা না করে কারখানা খোলা রাখার নাম কি শ্রমিক বান্ধব! সরকার মালিকের কথা রাখতে লকডাউনের মধ্যে কারখানা খোলা রেখেছে। খেয়াল করলেই দেখা যাবে শ্রমিকদের কোন সেইফটির ব্যবস্থা মালিক প¶ করেনি। একদিকে চাকরি বাঁচাতে রাস্তায় হয়রানি শিকার হচ্ছেন, অন্যদিকে চাকরি হারানোর ভয়ে প্রতিটি মূূহুর্ত অতিবাহিত হচ্ছে।
এ অবস্থায় আমাদের জোর দাবি পরিবহনের ব্যবস্থা করা হোক। এবং করোনা কালিন ঝুঁকিভাতা চালু করা হোক।
ডলি আহমেদ রেহেনা, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা কমিটি। টেক্সটাইল গার্মেন্টস ওয়াার্কার্স ফেডারেশন