• আপডেট টাইম : 23/04/2021 07:05 PM
  • 768 বার পঠিত
  • মো. কামরুজ্জামান
  • sramikawaz.com

সাভারের চিত্রশাইল অবস্থিত আর এস এ্যাপারেলস লিঃ কারখানাটিতে প্রায় ৭০ জন শ্রমিকের বকেয়া বেতন ভাতা না দিয়ে কোন নোটিশ ছাড়া্ই কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানার মালিক পক্ষ।

গত ২৫ মার্চ কোন নোটিস ছাড়াই দুই মাসের বকেয়া বেতন বাকি রেখে কারখানা বন্ধ ঘোসনা করেন।

কারখানাটির শ্রমিক নাজমা আক্তার শ্রমিক আওয়াজ বলেন, আমাদের গত জানুয়ারি ২০% , ফ্রেব্রুয়ারির অর্ধেক এবং মার্চে মাসের বেতন বাকি রেখে কোন ঘোশনা ছাড়া ২৫ মার্চ কারখানা বন্ধ করে দেয়। বিভিন্ন যায়গা যোগাযোগ করে ও আমরা কোন সমাধান পাচ্ছি না। এমন অবস্থায় একদিকে লকডাউন অন্যদিকে রমজান মাসের মধ্যে মানবেতর জীবন জাপন করছি।

কারখানাটির আরেক শ্রমিক ওমর ফারুক বলেন, আমাদের বেতন ভাতা বাকি রেখেই কোন নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়। রমজান মাস আবার করোনা ভাইরাসের লকডাউন-এর মধ্যে আমরা খুব কষ্টে জীবন যাপন করছি।

কারখানাটির মালিক বলেন, শ্রমিক নেতাদের সাথে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে দুই তিন দিনের ভেতরে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি জাহিদুর রহমান জীবন বলেন, সারা মাস কাজ করে শ্রমিকদের আন্দোলন করে টাকা নিতে হয়। আমি চাই অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক। তারা রোজা ও করোনা মহামারীর মধ্যে শ্রমিকরা অসহায় হয়ে পড়েচে। তারা মানবেতর জীবন যাপন করছে। তাই দ্রুত বেতন পরিশোধের দাবি জানা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...