গাজীপুর কাশিমপুরের জীরানি বাজার অবস্থিত বিসমিল্লাসাহ নীট ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা তিন মাসের বকেয়া বেতন ভাতা না দিয়ে বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা কারখানার মালিকের বাসায় অবস্তান নেন।
২২ এপ্রিল শুক্রবার কারখানা বন্ধ ঘোষণা করে।
কারখানাটির শ্রমিক মো. আলাউদ্দিন বলেন, আমাদের গত অক্টোবর, নভেম্বার ও ডিসেম্বর এই তিন মাসের বেতন বকেয়া রেখে কোন নোটিশ ছাড়া ই কারখানা বন্ধ করে দেয়। কারখানার মালিক আজ কাল করে মাস পার করে দিয়েছে। এখনও আমাদের বেতন ভাতা পরিশোধ করেনি। তাই আমরা কারখানার মালিকের বাসায় অবস্থান নিছি।
কারখানাটির আরেক শ্রমিক রিক্তা আক্তার বলেন, আমাদের আজ কাল করে করে তিন মাসের বেতন বাকি রেখে কোন নোটিশ ছাড়া ই কারখানা বন্ধ করে দেয়। আজকাল করে আমাদের চার মাস পার করে দিছে কিন্তু তারপরেও বেতন ভাতা পরিশোধ করে নাই। তাই আমরা কোন উপায় না পেয়ে মালিকের বাসায় অবস্থান নিছি।
কারখানার মালিক আলামিনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করারহলে তাকে পাওয়া যায় নি।
এব্যাপারে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি, জাহিদুর রহমান জীবন বলেন, সারা মাস কাজ করে শ্রমিকদের আন্দোলন করে টাকা নিতে হয়। বিষয়টি খুব দুঃখজনক। আমরা চাই অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক।