• আপডেট টাইম : 19/04/2021 10:31 PM
  • 679 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট দেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ এপ্রিল রোববার বিকেলে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের দিরাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।


পুলিশ জানায়, ‘বাঁশেরকেল্লা’ নামক ফেসবুক পেজ থেকে একটি আপত্তিকর পোষ্ট রফিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পোস্টে সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।


এ ঘটনায় সাংসদের চাচাতো ভাই আবু সাইদ জনি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার সকালে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...