• আপডেট টাইম : 17/04/2021 09:01 PM
  • 811 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, সাভার থেকে
  • sramikawaz.com

চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাভারের বিরুলিয়ার অ্যাপারেলস ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কারখানার শ্রমিকরা। ১৭ এপ্রিল শনিবার দুপুরের কারখানার সামনে শ্রমিকরা এ মানববন্ধন ও বিক্ষোভ করে।


শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কর্মরত আছেন। এর মধ্যে হঠাৎ করে গত ৯ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে কারখানা কতৃপ¶ কোন ধরনের নোটিশ ছাড়াই বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করে প্রায় ৫০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। কারখানা কর্তৃপ¶ এসময় তাদের আইডি কার্ড জোরপূর্বক কেড়ে নেয়।


চাকরিচ্যুত শ্রমিক ময়না বলেন, রমজান ও ঈদের আগে আমাদের কোন ধরনের ত্রæটি ছাড়া, নোটিশ ছাড়াই কারখানা থেকে বের করে দিয়েছে। এসময় চাকরি না থাকলে আমরা রমজান ও ঈদে অনিশ্চয়তার মধ্যে পরে যাবো। আমরা আমাদের চাকরি ফেরত চাই।


চাকরিচ্যুত অপর শ্রমিক শিউলি বলেন, আমরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছি। ঈদের আগে এমন মানবতাহীন কাজ আমাদের কষ্ট দিয়েছে। আমরা এই মূহুর্তে কোথাও চাকরি পাবো না। লকডাউন ও রমজানে কোথাও একটি লোকও নেবে না। তাহলে আমরা এ দুই মাস কি খেয়ে বেঁচে থাকবো। বাচ্চাদের নিয়ে ঈদ কিভাবে পারি দেবো। আমি আমাদের আইনগত পাওনাদি চাই না হলে চাতরি ফেরত চাই।


এ ব্যাপারে কারখানার কোন দায়িত্বশীল কর্মকর্তা কথা বলার জন্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...