• আপডেট টাইম : 16/04/2021 11:47 PM
  • 755 বার পঠিত
  • অরবিন্দু বেপারী বিন্দু
  • sramikawaz.com


মালিকরা শ্রমিকদের ঠাকানোর জন্য নানা রকম ফন্দি-ফিকির করে বসে থাকে। এটা তাদের অভ্যাসগত বৈশিষ্ট। বেশ কিছু কারখানায় মালিক পক্ষ শ্রমিক ছাঁটাইদের করেছে। মালিক পক্ষ নানা ইস্যু তৈরি করে এ সব শ্রমিককে ছাঁটাই করছে। এ সময় শ্রমিকদের ন্যূনতম অধিকার টুকু থেকেও বঞ্চিত করেছে।

মালিকরা করোনাকালে সরকারের কাছে থেকে ৮ হাজার ১৮৮ কোটি টাকা ¯^ল্পসুদে প্রনোদনা নিয়েছে।

সরকারের তহবিল থেকে প্রনোদনা নিয়েও শ্রমিকদের পূর্ণ বেতন দেয়নি, ৪০ ভাগ কেটে নিয়েছে। বেশীর ভাগ গার্মেন্টস মালিক ঈদ বোনাজ দেয়নি। অথচ মালিকের ¯^ার্থে শ্রমিকরা সারা জীবনই রক্ত জল করে উৎপাদন করে গেছে।

শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে উৎপাদন সচল রেখেছে। কিন্তু কাজের সময় এসব শ্রমিক পায়নি ¯^াস্থসুর¶া বা করোনা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা। যার কারণে শ্রমিকরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার এই সব শ্রমিকদের কোন খোঁজ খবর রাখেনি তারা।

শ্রমপ্রতি মন্ত্রী এক বিবৃতি দিয়েছিলেন এই করোনাকালে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না। কারখানা লে-অফ করা যাবে না। কিন্তু মালিক পক্ষ শ্রম প্রতি মন্ত্রীর কথা রাখেনি। ধারাবাহিক ভাবে এক বছরের কম চাকরির বয়স এমন শ্রমিকদের ছাঁটাই করেছে। ৫ বছরের কম চাকরির বয়স এমন শ্রমিকও ছাঁটাইয়ের শিকার হয়েছে।

কোন কোন কারখানার শ্রমিকরা আন্দোলন করে চাকরি ফিরে পেলেও অধিকাংশ কারখানার শ্রমিকরা চাকরি ফিরে পাননি। খালি হাতে বাসায় ফিরতে বাধ্য হয়। এ সব ক্ষেত্রে কালো শ্রম আইনের কিছু মালিক পক্ষের পক্ষে রায় দেয়।

দেশের পুঁজিপতিদের কাছে শ্রমিকদের কোনো মূল্য নেই। সরকার শ্রমিকবান্ধব দাবী করলেও আসলে কোনো কাজে নেই। সরকার যদি শ্রমিকবান্ধব হতো তাহলে শ্রমিকরা করোনা ভ্যাকসিন পেতো। এদেশে অর্থনীতিকে শক্তিশালী করতে যারা ভূমিকা রাখছে সেই শ্রমিকদের কোনই মূল্যায়ন নেই।

নিত্যপণ্যের দাম দিনে দিনে বাড়ছে। কিন্তু শ্রমিকদের বেতন বাড়ছে না। ফলে যে মজুরি পাচ্ছে তা দিয়ে শ্রমিকদের চলছে না। পরিবার নিয়ে কষ্ট হচ্ছে। করোনা মহামারীর কারণে লকডাউন ঘোষণা করার ফলে পরিবহন চলছে না। এতে শ্রমিকদের যাতায়াত খরচ বেড়ে গেছে। শ্রমিকদের চলতে আরও সমস্যা হচ্ছে। সরকার শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করার কথা থাকলেও শ্রমিকদের যাতায়াতের কোন ব্যবস্থা নেয়নি মালিক পক্ষ। মালিকরা কথা রাখেনি।
অরবিন্দু বেপারী বিন্দু: সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক সংহিত ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...